রান্না যারা ভালোবাসেন, তাঁদের জন্য ছিল এক দারুণ অভিজ্ঞতা! ঢাকার বসুন্ধরায় সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে অনুষ্ঠিত হলো “Olitalia Cooking Show powered by Hisense”—একটি জমজমাট অনুষ্ঠান যেখানে একসাথে হাজির হয়েছে গ্লোবাল ব্র্যান্ড, জনপ্রিয় স্থানীয় রন্ধনশিল্পীরা আর স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সের আধুনিক উদ্ভাবন।

ইতালির বিখ্যাত অলিটালিয়া ব্র্যান্ডের প্রতিনিধি মিস সোফিয়া বাতিসতিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি অলিটালিয়ার স্বাস্থ্যসম্মত তেলের গুণাগুণ এবং তাদের বিশ্বজুড়ে রন্ধন ঐতিহ্য সম্পর্কে দর্শকদের জানান।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন,
অলিটালিয়া  বিশ্বের নম্বর ১ এডিবল অয়েল ব্র্যান্ড, যা আমাদের সুস্থ জীবনযাপনে সহায়ক। আর তাই আমরা হাইসেন্সের মতো প্রযুক্তিনির্ভর ব্র্যান্ডের সাথে একসাথে কাজ করছি—যার স্মার্ট ওভেন রান্নাকে করে তুলবে আরও সহজ, মজাদার ও সময়সাশ্রয়ী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইসেন্স দক্ষিণ এশিয়ার সেলস ডিরেক্টর মি. টেরি লিউং। তিনি বলেন, হাইসেন্স ৫৫ বছরেরও বেশি সময় ধরে হোম অ্যাপ্লায়েন্সে কাজ করছে। বাংলাদেশের মানুষ এখন হাইসেন্সের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রান্না ও দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক করে তুলতে পারবেন।”

শো-তে প্রদর্শিত হয় হাইসেন্সের সলো, গ্রিল ও কনভেকশন ওভেনের নতুন লাইনআপ—যা শুধু রান্নাকে নয়, পুরো রান্নাঘরের অভিজ্ঞতাকে বদলে দেবে।

রান্নার শোতে অংশ নেন জনপ্রিয় শেফ মিস তানিয়া শারমিন, মিস শাহনাজ ইসলাম, মিস কাকলি কলি এবং নারী উদ্যোক্তা মিস জেরিন হান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে.এস.এম. মুহিত উল বারী, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে. এম. তসলিম কবীর, ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইলের হেড অব বিজনেস আব্দুস সালাম এবং ফেয়ার ইলেকট্রনিক্স এর ডিজিএম মুশফিকুর রহমান।

দর্শকরা লাইভ রান্না উপভোগ করার পাশাপাশি নিজেরাও স্বাদ নিয়ে রন্ধনশিল্পীদের সাথে অভিজ্ঞতা তুলে ধরেন।